আপনি যদি সাইটে আর্টিকেল লিখতে/পোস্ট করতে চান তবে খুব সহজে তা করতে পারবেন। তো চলুন দেখে নিই কিভাবে সাইটে আর্টিকেল পোস্ট করবেন।
সর্ব প্রথমে আপনাকে সাইটের হোম পেইজ-এ থাকা রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে।
অতঃপর আপনি Regester For This Site লিখা সম্বলিত একটি পেইজ দেখতে পাবেন। এখানে Username-এর ঘরে আপনার ইচ্ছা অনুযায়ী নাম নির্বাচন করুন এবং আপনার Email এড্রেস লিখে Regester বাটনে ক্লিক করুন।
কিছুক্ষনের মধ্যেই আপনার কাঙ্ক্ষিত ইমেইল-এ একটি মেইল দেখতে পাবেন যেখানে ব্লগ (wordpress) থেকে আপনাকে আপনার ইউজার নেইম এবং একটি পাসওয়ার্ড দেয়া হবে যা কিনা আপনি পরবর্তিতে পরিবর্তন করতে পারবেন। এবার মেইলের নিচে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্ক এ ক্লিক করলে আপনাকে একটি লগ-ইন পেইজ দেখাবে।
এবার আপনার আপনার ইউজার নেইম এবং পাসওয়ার্ড-টি লিখে log in বাটনে ক্লিক করুন।
ক্লিক করার পর আপনি সাইটে আপনার একাউন্টে অর্থাৎ আপনার ড্যাসবোর্ডে প্রবেশ করতে পারবেন।
নতুন একটি আর্টিকেল লিখার/পোস্ট করার জন্য Posts অপশনে ক্লিক করে Add new অপশনটিতে ক্লিক করবেন।
অতঃপর Enter Title Here লিখা বক্সটিতে আপনার টাইটেল লিখবেন।
Toolbar Toggle নামের অপশনটিতে ক্লিক করলে Paragraph/Heading tag, Underline, Color ইত্যাদি অপশনগুলো পাবেন।
এছাড়া আর্টিকেল এ কোন ছবি/মিডিয়া যুক্ত করতে চাইলে Add Media-তে ক্লিক করবেন। এখানে Upload files-এ Select files বাটনে ক্লিক করলে আপনার কম্পিউটারে সেভ করা ফাইলটি আপলোড করতে পারবেন।
আর্টিকেল লিখা হয়ে গেলে আপনি আপনার লিখাটি কোন বিভাগে পাবলিশ করতে চান তা ডান পাশে Catagories অপশনে সিলেক্ট করে দিবেন। যদি প্রয়োজন মনে করেন তবে নতুন ক্যাটাগরি যুক্ত করার অপশনে Add new category –এর মাধ্যমে কাঙ্ক্ষিত ক্যাটাগরি যোগ করতে পারবেন।
Tags অপশনটিতে আপনার আর্টিকেলের মূল শব্দ বা কিওয়ার্ড এড করতে পারবেন। এর ফলে সাইটে উক্ত বিভাগ দিয়ে কেউ সার্চ করলে আপনার আর্টিকেলটি পেয়ে যাবে।
Featured Image অপশনটিতে আপনি আপনার আর্টিকেল রিলেটেড একটি ছবি যুক্ত করতে পারবেন।
সব কিছু ঠিক-ঠাক থাকলে সব শেষে ডান পাশে পাবলিশ বা সাবমিট বাটনটিতে ক্লিক করার মাধ্যমে আপনার আর্টিকেলটি সাইটে পোস্ট করতে পারবেন। ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।